thumbnail

হোক সে নিজের ছায়া!


যেখানে গুরুত্ব নেই, সেখান থেকে দূরত্ব বাড়ান; দিনশেষে সুখটা ভীষণ দামী 🥰

নীলার পৃথিবটা ছোট, কিন্তু রঙিন। সকালবেলা এক কাপ চায়ের ধোঁয়ার মতো স্বপ্ন তার চোখে। কিন্তু সেই স্বপ্নে বারবার ছায়ার মতো ভেসে উঠত এক মুখ—রাহুল। সম্পর্কটা স্পষ্ট ছিল না কখনোই, যতটা ছিল আশা, তার চেয়েও বেশি ছিল অস্বস্তি।

সুখটা সত্যিই ভীষণ দামী।
আর সেই সুখের পথে চলতে গেলে কখনও কখনও দূরত্বই হয় সবচেয়ে বড় উপহার।

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments