যেখানে গুরুত্ব নেই, সেখান থেকে দূরত্ব বাড়ান; দিনশেষে সুখটা ভীষণ দামী 🥰
এক সন্ধ্যায়, যখন রাহুলের উপেক্ষা অন্ধকারের মতো ঘন হয়ে উঠল, তখন নীলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলল,
সুখটা সত্যিই ভীষণ দামী।
আর সেই সুখের পথে চলতে গেলে কখনও কখনও দূরত্বই হয় সবচেয়ে বড় উপহার।
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments