"প্রেমিক হলে নির্লজ্জ হও...!! ☺️🖤" (নতুন করে লেখা)
সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, ভিড়ের মাঝে তাকিয়ে থাকে একটিমাত্র মুখের দিকে। সবার সামনে হাত ধরে ফেলতে দ্বিধা করে না। কেউ দেখে ফেললে? তাতে কী! প্রেমিক তো, লজ্জা রাখলে প্রেম কোথায়?
সে জানে, ভালোবাসা মানে নিজের ভালোবাসার মানুষটিকে সবকিছুর আগে রাখা। তাই রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায়, তার জুতো খুলে যায় দেখে নিজে হাত বাড়িয়ে আবার পরিয়ে দেয়। আশেপাশে শত শত চোখ, কিন্তু তার চোখে কেবল সে একটিই।
ভালোবাসা মানেই প্রকাশ। চুপচাপ ভালোবাসা নয়, সাহস করে বলা – "তোমায় ভালোবাসি, খুব বেশি।"
আর এই সাহসটাই তো নির্লজ্জ প্রেমিকের পরিচয়। আরও দেখুন
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email

No Comments