thumbnail

মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত


 


মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত

ছোট্ট এক গ্রামে থাকত আরিয়া আর ঋতু। দু’জনের বন্ধুত্ব ছিল সেই শৈশব থেকে। দিনগুলো কাটত একসঙ্গে স্কুলে যাওয়া, মাঠে খেলাধুলা আর নদীর পাড়ে বসে স্বপ্ন দেখা নিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্বের সেই বন্ধন যেন এক অদ্ভুত অনুভূতিতে রূপ নিল—যা তারা কেউ ঠিকভাবে বুঝতে পারত না, কিন্তু অনুভব করত।

একদিন গ্রামের পাশে এক মেলা বসেছিল। সবাই আনন্দে ব্যস্ত, আরিয়া আর ঋতুও সেখানে গেল। হঠাৎ এক বাচ্চা মেয়ে ভীড়ে হারিয়ে যায়, আর কান্নায় ভেঙে পড়ে। সবাই ব্যস্ত, কেউ খেয়াল করল না। কিন্তু ঋতু ছুটে গিয়ে শিশুটিকে আদরে জড়িয়ে ধরে, শান্ত করে। আরিয়া দূর থেকে দেখছিল—ঋতুর চোখে মমতা, কণ্ঠে আশ্বাস, আর স্পর্শে এক গভীর ভালোবাসা।

সে মুহূর্তেই আরিয়ার মনে হল—"সত্যিকারের ভালোবাসা এক অনুভূতি, এক স্পর্শ, যা মন ছুঁয়ে যায় মুহূর্তেই।"

ঋতুর সেই আচরণ, ছোট্ট শিশুটির মুখের হাসি আর তার চোখের দীপ্তি যেন আরিয়ার হৃদয়কে নিঃশব্দে বলে দিল—এই ভালোবাসাই সত্যি, নিঃস্বার্থ আর অকপট।

সেই দিনই আরিয়া বুঝে গেল, সে কাকে ভালোবাসে। আর সেই ভালোবাসা ছিল নিছক কোনো কথা নয়, বরং এক অনুভব—এক স্পর্শ—যা মুহূর্তেই মন ছুঁয়ে যায়।

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments