thumbnail

টাঙ্গাইলে দাম্পত্য কলহে স্বামীর উপর নারকীয় হামলা

 



টাঙ্গাইল, ঘাটাইল:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম দিয়েছেন রত্না বেগম নামের এক নারী। পারিবারিক কলহের জেরে স্বামী মোবারক হোসেনের উপর ধারালো ব্লেড দিয়ে হামলা চালিয়ে তাঁর পুরুষাঙ্গ কেটে দেন তিনি।

জানা গেছে, মোবারক হোসেন তার ফুপাতো ভাইয়ের মেয়ে রত্না বেগমকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর থেকে দাম্পত্য জীবনে চলছিল টানাপোড়েন। মোবারক ঢাকায় চাকরি করতেন, আর রত্না থাকতেন গ্রামে। দীর্ঘদিনের দূরত্ব, সন্দেহ ও মানসিক অস্থিরতা ধীরে ধীরে তাদের সম্পর্কে বিষিয়ে তোলে।

ঘটনার দিন ঈদের ছুটিতে বাড়িতে ফিরে ঘুমন্ত অবস্থায় স্ত্রী রত্নার হামলার শিকার হন মোবারক। তাঁর চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভুইয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনায় রত্নাও আত্মহত্যার চেষ্টা করেন। পরে তিনি জানান, ঘটনার সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি।

মোবারকের পরিবার আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে, যদিও কিছু আত্মীয় বিষয়টি মীমাংসার মাধ্যমে সমাধানের কথা বলছেন।  আরও জানতে

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments