মেয়েদের দেহের যে অঙ্গটি প্রতি দুই মাস অন্তর পরিবর্তিত হয়, তা হলো ডিম্বাণু (Egg)।"
আরও নির্দিষ্টভাবে বললে, নারীদের ডিম্বাশয় (Ovary) প্রতি মাসে বা প্রায় প্রতি ২৮ দিনে একটি করে ডিম্বাণু নিঃসরণ করে — যাকে ডিম্বস্ফোটন (Ovulation) বলে। তবে কখনো কখনো এই চক্র সামান্য বেশি বা কম হতে পারে, তাই গড়ে প্রতি দুই মাসে একবার পরিবর্তনের মতো মনে হতে পারে যদি চক্র অনিয়মিত হয়। আরও জানতে