বাণিজ্যযুদ্ধের উত্তাপ, জ্বালানি তেলের দর ৪ বছরে সর্বনিম্নে


যুক্তরাষ্ট্র-চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপে বিশ্ববাজারে চরম অনিশ্চয়তা, নতুন করে শঙ্কায় বিনিয়োগকারীরা।

যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যযুদ্ধ ফের চরমে উঠেছে। শুল্ক নিয়ে টানাপোড়েনে বিশ্ববাজারে ধস, ২০২১ সালের পর সর্বনিম্ন পর্যায়ে জ্বালানি তেলের দাম।


নিজস্ব প্রতিবেদক |

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে শুরু হওয়া বাণিজ্যযুদ্ধ বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করেছে। পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে। গত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে জ্বালানি তেলের দাম।

বুধবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ২.৩৮ ডলার বা ৩.৭৯ শতাংশ, যা দাঁড়িয়েছে ৬০.৪৪ ডলারে। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) কমেছে ২.৪৬ ডলার বা ৪.১৩ শতাংশ, নতুন দর ৫৭.১২ ডলার—যা ২০২১ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন।

বিশ্লেষকদের মতে, চাহিদা হ্রাসের আশঙ্কা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এর মূল কারণ। এর পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা।

এরই মধ্যে ট্রাম্প প্রশাসন চীনের ওপর শুল্ক ৫০ শতাংশ বাড়িয়ে তা ১০৪ শতাংশে উন্নীত করেছে। এনবিসি নিউজ এক হোয়াইট হাউজ কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে সতর্ক করে বলেন, যদি তারা নতুন করে আরোপিত ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে তাদের ওপর আরও শুল্ক আরোপ করা হবে।

পাল্টা প্রতিক্রিয়ায় চীনও আমদানিকৃত সব মার্কিন পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। চীনের নেতারা জানান, প্রয়োজন হলে তারা ‘শেষ পর্যন্ত লড়ে যাওয়ার’ প্রস্তুতি নিয়েই এগোচ্ছেন।

সবশেষ ৭ এপ্রিল ট্রাম্প ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করে জানান, ৯ এপ্রিল থেকে চীনের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যদি তারা পূর্বঘোষিত শুল্ক প্রত্যাহার না করে।

বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা এখন পরিস্থিতির উন্নতির অপেক্ষায়। জ্বালানি তেলের দামের এই ধস বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।


  • যুক্তরাষ্ট্র চীন শুল্ক

  • জ্বালানি তেলের সর্বনিম্ন দাম

  • ট্রাম্প বনাম চীন

  • বিশ্ববাজারে প্রভাব

  • ব্রেন্ট ক্রুড রেট আজ

  • মার্কিন-চীন অর্থনৈতিক সম্পর্ক

  • জ্বালানি তেল দাম আপডেট